- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৩৭
দিনাজপুরে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
দিনাজপুর প্রতিনিধি►
দিনাজপুর সদরের বড়াইল বটতলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায় সন্ত্রাসী ফারুক ও তার ভাই সোহেলসহ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ।
আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে এলাকাবাসী ঘন্টাব্যাপী বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করে।
দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের বড়াইল বটতলী এলাকাবাসী মিলের খুদ এবং ব্যান্ড ব্যবসায়ী ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য রাজুকে চাকু দিয়ে পেটের ভুটি কেটে পেলে । বর্তমানে রাজু মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছে।
বিচারের দাবিতে মানববন্ধনে অংশ গ্রহন করেন রাজুর মা- জরিনা বেগম, স্ত্রী- দোলা আক্তার এবং চাচী- হালিমা, ফুফু- নাজমা, এলাকাবাসী মোঃ হাশেম, আসলাম, ডলার মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, গত ২২ অক্টোবর দুপুর ১টায় রাজু একটি বিচার শালিস করে মিলে ফিরার পথে মূল আসামী মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ফারুক, হুকুমদাতা হানিফ ও তার ভাই সোহেল, শাওন, রাশেদ, রুবেল দেশীয় অস্ত্র হাসুয়া, চাকু, লোহার রড ইত্যাদি হাতে নিয়ে তার উপর হামলা চালায় এবং রাজুর পেটে চাকু মেরে ভুটি বের করে দেয়। এসময় তার ভাই রাহুল বাঁধা দিতে এলে তাকেও মারধর করে আহত করে।
এসময় সন্ত্রাসীরা মোবাইল ফোন, নগদ টাকা এবং মোটর সাইকেলের চাবী কেড়ে নেয়। আশেপাশের এলাকাবাসীরা রাজুকে দ্রæত এম আব্দর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যপারে রাজুর মা মোছাঃ জরিনা বেগম দিনাজপুর কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেছেন।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানায়, রাজুর পেটের ভুটি কেটে গেছে এবং তার অবস্থা আশংকাজনক। আমরা এই মানববন্ধন থেকে মুল আসামী মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ফারুক, হানিফ, সোহেল, রাশেদ ও রুবেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। সেই সাথে আসামীরা আমাদের হুমকি-ধুমকিসহ ভয়-ভীতি প্রদর্শন করছে। আমরা নিরাপত্তাহিনতায় ভুকছি। এ ব্যপারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবী করছি।